শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

ট্রাম্পের সমালোচনার জবাব দিলেন লন্ডন মেয়র সাদিক খান



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও লন্ডন মেয়র সাদিক খান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান। গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা ডেইলি সানে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প সাদিক খানকে ‘ভয়াবহ’ আখ্যা দেন। জবাবে শুক্রবার সকালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাদিক খান বলেন,সন্ত্রাসবাদ পুরো ইউরোপে ছড়িয়ে পড়লেও ট্রাম্প শুধু তারই সমালোচনা করেন।

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো  ব্রিটেন সফর করছেন ট্রাম্প। তাঁর লন্ডনে আসাকে কেন্দ্র করে ক্ষুব্ধ ব্রিটিশরা ট্রাম্পের প্রতিকৃতিতে একটি কার্টুন বেলুন তৈরি করেছে। ট্রাম্প আসার পর সেটা নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তারা। এই কর্মসূচির অনুমতিও দিয়েছেন সাদিক খান।

লন্ডন পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভকারীরা ‘বেবি ট্রাম্প ব্যালুন’ উড়িয়ে প্রতিবাদ জানান

ডেইলি সানকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,ইউরোপে লাখ লাখ মানুষকে ঢুকতে দেওয়া খুবই খারাপ। লন্ডনে আপনাদের একজন মেয়র আছে যে ভয়াবহ কাজ করছে।দেখুন কি পরিমাণ সন্ত্রাস হচ্ছে সেখানে। আমি মনে করি সন্ত্রাস মোকাবিলায় সে খুবই ব্যর্থ। তিনি বলেন,আমি মনে করি অপরাধ মোকাবিলায় তিনি মোটেও ভালো কাজ করতে পারেননি। আপনারা তাকালেই বুঝবেন যে কতটা ভয়াবহ কর্মকাণ্ড হচ্ছে সেখানে। সব অপরাধ টেনে নিয়ে আসছে তারা।

জবাবে সাদিক খান বিবিসিকে বলেন,সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক সমস্যা। পুরো ইউরোপই এই সংকটে রয়েছে। তবে মজার বিষয় হলো ট্রাম্প আর বাকি সব শহরের সমালোচনা করছেন না। বরং আমার সমালোচনা করছেন। তিনি বলেন, অভিবাসীদের আশ্রয় দেওয়ার কারণে বাড়ছে ট্রাম্পের এমন মন্তব্য খুবই অসঙ্গতিপূর্ণ ও ভুল। লন্ডনের মেয়র বলেন, ইংল্যান্ড ও ওয়েলস জুড়েই সন্ত্রাস বেড়েছে। সারাদেশে ২০ শতাংশ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। আর লন্ডনে বেড়েছে ৪ শতাংশ। আমাদের সবাইকেই এটা মোকাবিলা করতে হবে। সন্ত্রাসে লন্ডনে আমাদের ৭০ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে। আমি নিজে বিনিয়োগ করেছি ৪০ লাখ। আফ্রিকার অভিবাসীদের আশ্রয় দেওয়াতে এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন দাবি খুবই অমূলক। এটার জবাব দেওয়া উচিত।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!