শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪



যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পেন স্টেট ইউনিভার্সিটির কাছে একটি বারে একজনকে গুলি করে হত্যা ও দুইজনকে আহত এবং পাশের বাসার আরেকজনকে হত্যা করার পর নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জর্ডান উইটমার নামের ২১ বছর বয়সী এক তরুণ এই হতাহতের ঘটনা ঘটায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘এনবিসি নিউজ’।

সেন্টার কাউন্টি করোনার স্কট সায়ার্সের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, রাত সাড়ে ১০টার দিকে স্টেট কলেজের পি.জে. হ্যারিগ্যান’স নামের হোটেল বারটিতে উইটমার ৬২ বছর বয়সী ডিন ডব্লিউ. বিচিকে গুলি করে হত্যা করেন।

শুক্রবার পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর দ্বিতীয় জন মারা যান। আহত আরেকজন এদিন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে ‘এনবিসি ফিলাডেলফিয়া’র খবরে বলা হয়।

তবে পরবর্তীতে স্টেট কলেজ পুলিশ প্রধান গুরুতর অবস্থায় থাকা ওই ব্যক্তির ও মৃত্যুর খবর নিশ্চিত করেন।

উইটমার বারটি থেকে জর্জ ম্যাককোর্মিকের বাসায় গিয়ে তাকে গুলি করে হত্যার পর নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানান স্কট সায়ার্স।

উইটমার যাদেরকে হত্যা করেছেন, তাদেরকে চিনতেন কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে এটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন স্কট সায়ার্স।

এই হত্যাকাণ্ডের কোনও উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি। স্টেট কলেজ পুলিশ চিফ জন গার্ডনার এটাকে ‘জঘন্য’ ও ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেছেন।

পি.জে. হ্যারিগ্যান’সের পক্ষ থেকে বলা হয়েছে, বারটি আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। পেন স্টেট থেকে এর দূরত্ব দুই মাইলেরও কম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!