লেবাননে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালন

লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের হল রুমে দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামান্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয় ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি, প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ও তানিয়া আহমেদ।

বঙ্গবন্ধুর জীবনীর তাৎপর্যের উপরে আলোচনা করে বক্তব্য রাখেন, মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার, কমিউনিটি নেতা আবুল বাশার প্রধান, শামিম আহমেদ, আলমগীর ইসলাম, মশিউর রহমান টিটুসহ আরও অনেকে।

শেয়ার করুন: