শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন : যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ



বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনের যাছাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। গত ২০ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪টায় নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় বালাগঞ্জ ইউনিয়ন পরিষদে – প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতে প্রধান নির্বাচন কমিশনার বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম প্রাথমিক ভাবে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন। আগামী দু’দিন আপত্তি দালিক ও শুনানি শেষে চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

প্রাথমিক তালিকা প্রকাশকালে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ও বালাগঞ্জ ডিএনএ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, ব্যবসায়ি বিভাষ আচার্য্য বিকল, ইউ সচিব রঙ্গেশ কুমার দাস, বালাগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রজত চন্দ্র দাস ভুলন, হুসাইন আহমদ, আব্দুর রশীদ শীষ মিয়া, ব্যবসায়ী সাইস্তা মিয়া, ইউনুছ মিয়া, পুলক দাস দুরন্ত, সুমন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম জানান, ২২টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার সবকটি প্রাথমিক ভাবে বৈধ হিসাবে গণ্য করা হয়েছে।

সভাপতি ১ টি পদের জন্য ২ জন – মোঃ জুনের মিয়া ও মোঃ মাখন মিয়া ; সহ সভাপতি ২ টি পদের জন্য ২ জন – মোঃ আজাদ মিয়া ও মোঃ রকিব আলী ; সাধারণ সম্পাদক একটি পদের জন্য ২ জন – কওছর আহমদ ও সুমন মিয়া ; সহ সাধারণ সম্পাদক ১টি পদের জন্য ২জন – ইব্রাহিম আলী সুজন ও দুলু মিয়া ;  কোষাধ্যক্ষ ১টি পদের জন্য ২ জন – ম আ মুহিত ও মিজানুর রহমান লেচু ; দপ্তর সম্পাদক ১টি পদের জন্য ২জন – মনির হোসেন ও ইকবাল হোসেন ; সদস্য ১ নং ব্লকে ৪ টি পদের জন্য ৫ জন – রশীদ আলী, কওছর আহমদ, শাহজাহান, ফয়জুল ইসলাম ও এনামুল হক রাবিদ ; ২ নং ব্লকে ৪ পদের জন্য ৫ জন – বিপুল রায়, আনোয়ার আলী, মাওলানা জয়নাল আবেদীন, বদরুল ইসলাম মাহি ও আমিনুল ইসলাম সুমন। আগামী ১৩ জুলাই নির্বাচন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!