শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

‘সূর্যের তাপে করোনাভাইরাস দ্রুত ধ্বংস হয়ে যায়’



সূর্যের তাপে করোনাভাইরাস দ্রুত ধ্বংস হয়ে যায় বলে নতুন এক গবেষণায় জানা গেছে। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তবে গবেষণাটির ফল এখনো প্রকাশ করা হয়নি। বর্তমানে গবেষণাটির মূল্যায়ন চলছে।

হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে হোমল্যান্ডের সিকিউরিটি সেক্রেটারি বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান বলেন, সরকারের অর্থায়নে বিজ্ঞানিরা গবেষণা করে দেখেছেন- অতি বেগুনি রশ্মি ভাইরাস ধ্বংস করে দেওয়ার ব্যাপারে কার্যকর। সেই হিসেবে এ বছরের গ্রীষ্মে করোনাভাইরাসের প্রকোপ কমে যেতে পারে।

তিনি আরো বলেন, আমাদের গবেষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছেন- সূর্যের আলোতে ভাইরাস ধ্বংস হয়ে যায়। সেটা যেমন কোনো পদার্থের ওপর পড়ে থাকা ভাইরাস ধ্বংস করতে পারে, একইভাবে কোনো কিছুর ওপর পড়ে যাওয়ার আগে বাতাসেও এটি ধ্বংস হয় অতি বেগুনি রশ্মিতে।

তিনি আরো বলেন, তাপমাত্রা এবং আদ্রতা কমবেশি থাকার পরেও উভয় স্থানে সূর্যের আলো পড়ার ফলে একই ফল লক্ষ করেছে আমাদের গবেষকরা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!