বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

ব্রিটেনে ১ দশমিক ৮ মিলিয়নের বেশি মানুষ উনিভার্সেল ক্রেডিটের জন্য আবেদন করেছেন



করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে ব্রিটেনে ১ দশমিক ৮ মিলিয়নের বেশি মানুষ ইউনিভার্সেল ক্রেডিটের জন্য আবেদন করেছেন বলে সোমবার পার্লামেন্টে জানিয়েছেন ওয়ার্ক এন্ড পেনশন সেক্রেটারী থেরিসা কফি।

তিনি জানান, মার্চের ১৬ তারিখ থেকে এপ্রিল পর্যন্ত ১ দশমিক ৮ মিলিয়নেয় বেশি আবেদন পড়েছে ইউনিভার্সেল ক্রেডিটের জন্য। এ ছাড়া ২শ ৫০ হাজারের বেশি আবেদন জব শিকার এলাউন্সের জন্য এবং আরো প্রায় ২০ হাজারের বেশি আবেদন পড়েছে এমপ্লয়েন্ট সাপোর্ট এলাউন্সের জন্য।

পেনশন সেক্রেটারী আরো জানান, দিনে অন্তত ২০ থেকে ২৫ হাজার আবেদন পড়েছে যা কভিড শুরুর আগের সপ্তাহের চাইতে দ্বিগুন। এর মধ্যে অন্তত ৭শ হাজার আবেদনকারী ৭২ ঘন্টার মধ্যে তাদের পেমেন্ট পেয়েছেন বলেও পার্লামেন্টকে জানান ওয়ার্ক এন্ড পেনশন সেক্রেটারী।

তিনি আরো জানান, ইউনিভার্সেল ক্রেডিটের আবেদনকারীদের সহযোগিতার লক্ষ্য ৫৮ হাজার ২শ স্টাফ নিয়োগ করবে সরকার। এ জন্যে এরিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। একটি বিশেষ ওয়েব সাইটের মাধ্যমে ইউনিভার্সেল ক্রেডিটের জন্য আবেদনকারীদের সহযোগিতা এবং এডভাইস দেবেন নতুন স্টাফরা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!