এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন মার্কিন কবি লুইজ গ্লিক। আজ বৃহস্পতিবার সুইডিশ একাডেমি এই পুরস্কারের ঘোষণা দিয়েছে। সুইডিশ একাডেমি বলেছে, লুইজ গ্লিকের নিরাভরণ সৌন্দর্যের ভ্রান্তিহীন কাব্যিক কণ্ঠ ব্যক্তির অস্তিত্বকে সর্বজনীন করে তোলে।
এই কবির জীবনচিত্রে তাকালে দেখা যাবে, তিনি জন্মেছেন নিউইয়র্ক শহরে ১৯৪৩ সালে। আর বেড়ে উঠেছেন নিউইয়র্কের অদূরে, লং আইল্যান্ডে। হাইস্কুলে পড়ার সময়ই তিনি অ্যানারেক্সিয়া নার্ভালসা রোগে আক্রান্ত হন এবং প্রায় সাত বছর পর সুস্থ হয়ে ওঠেন। কবিতা লেখার পাশাপাশি তিনি শিক্ষকতাও করছেন।
শৈশবেই কবিতা লেখায় তাঁর হাতেখড়ি। প্রায় ৫০ বছর ধরে কবিতা লিখছেন। কবিতা ও প্রবন্ধ মিলিয়ে বইয়ের সংখ্যা এখন পর্যন্ত ১২টি, ১১টি কবিতার, ১টি প্রবন্ধের। কবিতার জন্য আমেরিকার প্রায় সব প্রধান পুরস্কারই পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুলিৎজার প্রাইজ, ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল, ন্যাশনাল বুক পুরস্কার প্রভৃতি। ২০০৩-০৪ সালে গ্লিক ছিলেন আমেরিকার রাষ্ট্রীয় কবি।
লুইজ গ্লিক নোবেল পুরস্কারের আর্থিক মূল্যমান ১ কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ১১ লাখ ২১ হাজার ডলার) পাবেন।