শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে অটোরিকশা চালক শ্রমিক জোট উপপরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন



শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সিলেট জেলা অটোটেম্পু অটোরিকশা চালক শ্রমিক জোট রেজিঃ নং চট্র-২০৯৭ শাখার অর্ন্তভূক্ত বালাগঞ্জ গহরপুর জনকল্যাণ বাজার উপ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। শনিবার ( ২১নভেম্বর) সংগঠনের অফিসে সকাল ১১টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত
ভোট। ভোট গ্রহন শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সামছুল ইসলাম হিরন সভাপতি পদে (চেয়ার প্রতীক) ৭০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আলী আহমদ (ছাতা) পেয়েছেন ০৪টি ভোট।
নির্বাচনে অন্যান্য পদে জয়ীদের প্রাপ্ত ভোট সহ-সভাপতি পদে শাহ আলম (সিএনজি) ৬৬ ভোট। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহিদ মিয়া (ফুটবল) পেয়েছেন ০৪ ভোট।

সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন (কাপ-পিরিচ) ৭৪ ভোট তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আঃ কাইয়ুম কোন ভোট পাননি। সহ-সাধারণ সম্পাদক পদে নাজির আহমদ (দেয়াল ঘডি) পান ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ আহমদ (মটর সাইকেল) পেয়েছেন ০৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক নাজিম আহমদ (হরিণ) পেয়েছেন ৬৯ ভোট। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী রাসেল আহমদ (তলোয়ার) পেয়েছেন ০৪ ভোট। এবং কোষাধ্যক্ষ পদে
মোঃ অলিউর রহমান (বাঘ) ও সদস্য পদে নাসির উদ্দিন (দোয়েল পাখি) প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা অটোটেম্পু/ অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজিঃ নং চট্র-২০৯৭) শাখার
কার্যকরি সভাপতি মোঃ মতছির আলী, সহকারী প্রিজাইডিং ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মোঃ খলিল খান ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী।

এর আগে সিলেট জেলা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম,
জনকল্যাণমূলক সংগঠন হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাহিদুল হক সুহেল, লন্ডন প্রবাসী মোঃ জিল্লুর রহমান জিলু, ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থসম্পাদ এসএম হেলালসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উক্ত নির্বাচন পরিদর্শন করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৭জন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!