বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করছে ইউনেস্কো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করছে ইউনেস্কো। সৃষ্টিশীল অর্থনীতির ক্ষেত্রে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ’ প্রস্তাব এই সংস্থার নির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।

বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্টিশীল অর্থনীতিতে তরুণদের মধ্যে এই পুরস্কার দেয়া হবে। ইউনেস্কোকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

এতে বলা হয়, ২১০তম নির্বাহী পরিষদের ভার্চুয়াল অধিবেশনে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটা এমন এক সময়ে ঘটছে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কর্মসূচি পালিত হচ্ছে বছরজুড়ে। ইউনেস্কোর নির্বাহী পরিষদের এই অধিবেশনে দুটি অংশ রয়েছে। প্রথম অংশের অধিবেশন ২ থেকে ১১ই ডিসেম্বর হয় ভার্চুয়াল মাধ্যমে।

এরই মধ্যে সেখানে গৃহীত সিদ্ধান্ত ইউনেস্কোর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। দ্বিতীয় ও চূড়ান্ত অধিবেশন হওয়ার কথা ২০ থেকে ২৭ শে জানুয়ারি।

শেয়ার করুন: