বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

ভুটানে নতুন করে ৭ দিনের লকডাউন ঘোষণা



প্রধানমন্ত্রী লোটে শেরিং। ছবি: এএফপি

বিশ্বের বিভিন্ন দেশের মত ভুটানে ও করোনা সংক্রমণ বাড়ায় নতুন করে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং গত মঙ্গলবার এ লকডাউনের ঘোষণা দেন। এর পর বুধবার (২৩ ডিসেম্বর) থেকেই এ লকডাউন কার্যকর হয়েছে। এর আগে গত আগস্টে লকডাউন ঘোষণা করেছিল ভুটান।

মঙ্গলবার জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, আমরা সাতদিনের লকডাউন ঘোষণা করেছি। তবে ভাইরাসের গতিবিধি দেখে লকডাউনের সময় বাড়ানো কমানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লকডাউনের মধ্যে দেশের অভ্যন্তরে শাকসবজি ও অন্যান্য পণ্য সরবরাহ চালু থাকবে। এ সময় লকডাউনের বিধিনিষেধের পাশাপাশি করোনা পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও জানায় তারা। ভুটানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত একজনও মারা যাননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!