শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

দক্ষিণ সুরমায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত



দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এবং আইডিয়া কর্তৃক বাস্তয়ানকৃত পিস প্রকল্পের সহযোগিতায় “উগ্রবাদ, মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ” বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) দক্ষিণ সুরমার কামালবাজার হাসিমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

৩০নং বিট কামালবাজার, দক্ষিণ সুরমা থানার আয়োজনে এম এ হাসিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামালবাজার ইউনিয়নের প্রশাসক তন্ময় আদিত্য, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার আলী।

পিচ প্রকল্প আইডিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুদীপ্ত চৌধুরীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কামালবাজার ফাঁড়ির ইনচার্জ অফিসার মোঃ সাইদুর রহমান।

সভায় কামালবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় শতাধিক লোক অংশগ্রহন করেন এবং উন্মুক্ত আলোচনা করেন।

আলোচনায় বক্তারা কলনিতে মাদক ও নারী ব্যবসা, ভার্চুয়াল জুয়া খেলা, বিয়ের সময় যৌতুকের দাবী, জমি সংক্রান্ত বিরোধ এবং ওয়াজ মাহফিলে ধর্মীয় উগ্রবাদী আলোচনা প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!