নকলায় বিভাগীয় কমিশনার কর্তৃক বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

সাদেকুর রহমান বাবু, নকলা (শেরপুর) থেকে : নকলায় বিভাগীয় কমিশনারের আগমন ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) শেরপুর জেলার নকলা উপজেলায়, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার ও বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। উন্নয়ন প্রকল্পের আওতা বিভিন্ন দপ্তরের মাঝে নকলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নকলা পৌরসভা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের গ্রাম উন্নয়ন সমিতি, ‘ক’ শ্রেণির গৃহহীনদের প্রধানমন্ত্রী কর্তৃক উপহার দেয়া ঘরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন – শেরপুর জেলার জেলা প্রশাসক আনার কলি মাহবুব , স্থানীয় সরকারের উপ-পরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মুক্তাদির মামুন, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার ভূমি কাউসার আহমেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল মনসুর, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মজিবুর রহমান, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা-উপজেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার করুন: