বালাগঞ্জে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে হাজী মকদ্দছ আলী স্মৃতি বৃত্তি প্রদান

হাজী মকদ্দছ আলী মেম্বার স্মৃতি বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষক ও অতিথি বৃন্দ। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

বালাগঞ্জের দারুল উলুম নূরানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে হাজী মকদ্দছ আলী ২য় স্মৃতি বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। ২৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে বৃত্তি প্রদান উপলক্ষে মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রায়পুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শহীদ।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছেন রায়পুর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুস শহীদ। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী খলিলুর রহমান শামীম এবং মাহবুবুর রহমান সেলিমের আর্থিক সহযোগিতায় মাদ্রাসার ২০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি ও সনদ প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা করছেন গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ জিল্লুর রহমান জিলু। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি প্রদান কমিটির সমন্বয়ক ও গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন গহরপুর রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম হেলাল, সাংবাদিক এম এ কাদির, মাদ্রাসার শিক্ষক মাওলানা মাসরুর আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মশকুর আহমদ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা জাকির হুসাইন, হাফিজ রিয়াজুল ইসলাম ও নাজিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন: