শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট সিটি নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলর গণ



মোঃ সৈয়দুর রহমান খান : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩২ কেন্দ্রের ফলে বিজয়ী হয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। এ সিটির ১৩৪ টি কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে দুটি কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে। এ দুই কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৭৮৭। শীর্ষ দুই প্রার্থীর ভোটের ব্যবধান এর চেয়ে কম ৪ হাজার ৬২৬টি হওয়ায় ফল ঘোষণা করেননি রিটার্নিং কর্মকর্তা।

এখন এক নজরে দেখে নিন সিলেট সিটি নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর গণের নামের তালিকা:-

১ নং ওয়ার্ড – সৈয়দ তৌফিকুল হাদী
২ নং ওয়ার্ড – বিক্রম কর সম্রাট
৩ নং ওয়ার্ড – আবুল কালাম আজাদ লায়েক
৪ নং ওয়ার্ড – রেজাউল হাসান কয়েস লোদী
৫ নং ওয়ার্ড – রেজওয়ান আহমদ
৬ নং ওয়ার্ড – ফরহাদ চৌধুরী শামীম
৭ নং ওয়ার্ড – আফতাব হোসেন খান
৮ নং ওয়ার্ড – ইলিয়াছুর রহমান
৯ নং ওয়ার্ড – মখলিছুর রহমান কামরান
১০ নং ওয়ার্ড – তারেক উদ্দিন তাজ
১১ নং ওয়ার্ড – ঝলক
১২ নং ওয়ার্ড – সিকন্দর আলী
১৩ নং ওয়ার্ড- শান্তনু দত্ত সন্তু
১৪নং ওয়ার্ড- মুনিম
১৫ নং ওয়ার্ড – বাকের
১৬ নং -জাবেদ আহমদ
১৭ নং -রাশেদ আহমদ
১৮ নং- উজ্জল রহমান
১৯ নং ওয়ার্ড – শওকত আমিন তৌহিদ
২০ নং ওয়ার্ড : আজাদুর রহমান আজাদ
২১ নং ওয়ার্ড- আব্দুর রকিব তুহিন
২২ নং ওয়ার্ড- সেলিম
২৩ নং ওয়ার্ড – মোস্তাক আহমদ
২৪ নং ওয়ার্ড – সোহেল আহমদ রিপন
২৫ নং ওয়ার্ড -পিন্টু
২৬ নং ওয়ার্ড- লিপন বক্স
২৭ নং ওয়ার্ড -আজম খান

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!