প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির নির্বাচন – ২০১৮ : সফিক-কুদ্দুছ-জিলু পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

যুক্তরাজ্যস্থ আসন্ন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির নির্বাচনে ঘর মার্কা প্যানেল সফিক-কুদ্দুছ-জিলু পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেল ঘোষণার পাশাপাশি পরিষদের চেয়ারপার্সন পদপ্রার্থী জনাব সফিক উল্লাহ (মিছলু), সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব আব্দুল কুদ্দুছ ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী জনাব আব্দুল হাকিম জিলু উক্ত নির্বাচনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। এবং ১৬ সেপ্টেম্বর ২০১৮ ইং রোজ রবিবার স্বতঃস্ফূর্ত ভাবে এসে সবাইকে যাঁর যাঁর ভোট প্রদানের জন্য ও প্যানেলের পক্ষ থেকে অনুরুধ করেছেন।

ঘোষিত প্যানেলের অন্যান্য পদপ্রার্থীরা হচ্ছেন, সিনিয়র ভাইস চেয়ারপার্সন – সালামত মিয়া, ভাইস  চেয়ারপার্সন – আবুল কয়েছ, ভাইস     চেয়ারপার্সন – সৈয়দ আলী হায়দার (মটুক), সহ সাধারণ সম্পাদক – মোঃ সালিম আহমেদ, সহ কোষাধক্ষ্য – আজম আলী, সাংগঠনিক সম্পাদক – ফয়জুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা – রওশন আরা চৌধুরী, দপ্তর সম্পাদক – সাইফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক – রিপন মিয়া, শিক্ষা সম্পাদক – এম এ আজিজ, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক – মোঃ শাহাজাহান, মেম্বারশীপ সম্পাদক – গিয়াস উদ্দিন চৌধুরী (দোলা), ধর্ম বিষয়ক সম্পাদক – মায়দুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – এ কাদির (মোহাম্মদ আলী), স্বাস্থ্য সেবা সম্পাদক –  দেলওয়ার হোসেন বেগ, ইসি মেম্বার – মোঃ রুকন মিয়া, ইসি মেম্বার – মোঃ শাহীনূর, ইসি মেম্বার – মোঃ সাইফুল আমীন (হেলাল), ইসি মেম্বার – সাজ্জাদুর রহমান ও ইসি মেম্বার – সেলিম মিয়া।

মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন আরা চৌধুরী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন: