বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক, অধ্যাপক শ্রী অবিনাশআচার্য্য, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক প্রনয় কুমার পাল, ট্রাষ্ট্রী মোঃ আব্দুর রব, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা বাচ্চু, সাপ্তাহিক কুশিয়ারার কুল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্ট্রের মহাসচিব ও পল্লী বিদ্যুৎ সমিতি বালাগঞ্জ এলাকার পরিচালক মোঃ মাহমুদ হোসেন মাছুম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ শাহজাহান মিয়া, যুবলীগ নেতা লিলু মিয়া সহ কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মোট ১৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ ও সনদ পত্র প্রদান করা হয়।