বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

বালাগঞ্জ উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার আন্দোলন সংগ্রামে সবাইকে
ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানানো হয় এবং শারদীয় দুর্গোৎসবে ছুটি বৃদ্ধি করার দাবী জানানো হয়।

পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় বক্তৃতা করছেন পরিষদের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন।

৩১ আগস্ট শুক্রবার দুপুরে বালাগঞ্জ শ্রী শ্রী মদন মোহন জীউ আশ্রম নাট মন্দিরে বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় আলোচনায় সভায় অংশনেন সংগঠনের উপদেষ্ট প্রবীন মুরব্বী প্রদ্যুম্ন কুমার দত্ত ভানু, বীরেন্দ্র কুমার দাস ছবি, সিলেট জেলা কীর্ত্তন কমিটির সাধারণ সম্পাদক রতীশ চন্দ্র দাস, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, পূজা পরিষদের উপদেষ্টা কৃপেশ শুক্ল বৈদ্য, প্রভাত চন্দ্র রায়, সিলেট জেলা বাপসার সভাপতি ও জেলা পূজা পরিষদের সদস্য রঙ্গেশ কুমার দাস।

বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত।

বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সভাপতি প্রদীপ দাস, স্বরূপ দে শংকু, রঞ্জিত বৈদ্য অমিত, যুগ্ম সাধারণ সম্পাদক শিবুল দাস, পুলক দাস দুরন্ত, সাংগঠনিক সম্পাদক স্বপন কান্তি দাস সপু, কোষাধ্যক্ষ অর্জুন নাথ, আইন বিষয়ক সম্পাক শিক্ষক সুশান্ত দাস, শিক্ষক সুভাষ ধর সহ ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ প্রতিটি পূজা ম-পের সভাপতি ও সম্পাদক ও পূজা পরিষদের সদস্য বৃন্দ। সভায় শুরুতে গীতা পাঠ করেন রতীশ চন্দ্র দাস। প্রয়াত প্রভুপাদ শ্রী গোবিন্দ গোস্বামী, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা: জীতেন চক্রবর্ত্তী, পূজা পরিষদের উপদেষ্টা সুধীর চন্দ্র দাস, বালাগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সেক্রেটারী গোপাল দে, পূজা পরিষদের সদস্য বিকাশ কুসুম রায়, কালিবাড়ি সার্বজনীন পূজা কমিটির সভাপতি রিংকু দাস সহ সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, বিগত বছরের আয় ব্যয়ের হিসাব, ব্যাংকের হিসাব চালুসহ সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন: