শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে তৃনমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

নৌকার বিজয় নিশ্চিত করতে এখন থেকেই সবাইকে মাঠে কাজ করতে হবে : এমপি সামাদ চৌধুরী



সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রগতির অসাধারণ অর্জন আর সাফল্যে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের ধারাবাহিক দ্বিতীয় মেয়াদের সময় যুদ্ধাপরাধীদের বিচার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন খাতের উন্নয়ন দেশের ভেতরে এবং দেশের বাইরে প্রশংসিত হয়েছে। এক সময়ের ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ পাওয়া বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সকল প্রকার অভিমান ভুলে গিয়ে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে এখন থেকেই সবাইকে মাঠে কাজ করতে হবে। তিনি সিলেট ৩ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামীতে তাঁর কর্মপরিকল্পনার কথা উপস্থাপন করে বলেন, বালাগঞ্জকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমার চেষ্ঠা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন এমপি সামাদ চৌধুরী।

এমপি সামাদ চৌধুরী ৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃনমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

সভাপতি হিসেবে বক্তব্য করছেন মোস্তাকুর রহমান মফুর।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর এবং পরিচালনা করেন উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া চেয়ারম্যান।

সভা পরিচালনা করছেন আনহার মিয়া চেয়ারম্যান।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান এমএ মতিন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, পশ্চিমগৌরিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান খলকু, পূর্বগৌরিপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ জালাল উদ্দিন, বোয়ালজুড় ইউপি আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান চৌধুরী বাচা, বালাগঞ্জ ইউনিয়নের সহ সভাপতি মোঃ আইয়ুব আলী, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল কাদির খছরু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মনজু, পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি শিহাবুর রহমান শিহাব, বালাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রফিকুল আলম, যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া, জেলা যুবলীগ নেতা সামস উদ্দিন শামস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, সাধারন সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ কালাম মিয়া, ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্না প্রমূখ।

উপস্থিতির একাংশ

উক্ত মতবিনিময় সভায় উপজেলার ৬টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃনমুল পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!