তাজপুর- বালাগঞ্জ সড়কের বোয়ালজুড় বাজার এলাকায় একটি সিএনজি বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের ৫ জন ছাত্রীকে আহত করেছে। আহতদেরকে স্থানীয় ও তাজপুর প্যারাডাইস ক্লিনিকে চিকিৎসা প্রদানের জন্য নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী কলছুমা বেগম, আয়শা বেগম, তানজিনা বেগম, সোহেনা বেগম ও তাওহিদা বেগম। স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়েন শিক্ষার্থীরা।
এ দুর্ঘটনার প্রতিবাদে তাজপুর-বালাগঞ্জ সড়কটি প্রায় ১ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা, পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের আহ্বানে অবরোধ তোলে নেয় শিক্ষার্থীরা। আটক চালক ও সিএনজিকে বালাগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মোনিম, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ থানা ওসি এসএম জালাল উদ্দিন, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা আজিজুল কালাম, সদস্য নিত্যানন্দ দাস নিতাই, আব্দুস শহিদ জাহাদ, সাইফুল আলম বাদশা, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাব উদ্দিন শাহীন সহ এলাকার যুব সমাজ ও সর্বস্তরের জনসাধারণ। এ ঘটনায় সকলের একটাই দাবী নিরাপদ সড়ক চাই।