গাঙচিল অনলাইন সাহিত্য প্রতিযোগিতা আগস্ট – ২০১৮ এর বিজয়ী যাঁরা

গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নিয়মিত মাসিক অনলাইন সাহিত্য প্রতিযোগিতা পর্ব-১৮, আগস্ট ২০১৮ সালের ফলাফল ঘোষণা করা হয়েছে। জাতীয় শোক দিবসের আলোকে গাঙচিলের এ পর্বের বিষয় ছিলো : শোকাবহ আগষ্ট। উক্ত প্রতিযোগিতায় সকলেই অত্যন্ত ভালো ভালো কবিতা দিয়ে অংশগ্রহণ করেছেন।

তবে প্রতিযোগিতার নিয়মে বিচারকমন্ডলীদের ফলাফলের ভিত্তিতে যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা হলেন-

১) কবি এস এম আব্দুর রহমান
কবিতার নাম: বাংলার মধ্যমণি
মহেশ্বর পাশা, দৌলতপুর, খুলনা।

২) কবি সাইফুর রহমান লিটন
কবিতার নাম: আগষ্ট এলে
নোয়াগাঁও, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।

৪) কবি মোঃ হাসু কবির
কবিতার নাম: শোক গাঁথা স্মৃতি
কালিয়াকৈড়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

৩) কবি শেখ শাহ্ জামাল আহমদ
কবিতার নাম: শেখ মুজিব
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

(উল্লেখ্য যে, এখানে বিজয়ীদের মধ্যে কোন স্থান নেই সবাই সমানভাবে বিজয়ী। সেরা তিনজন নির্বাচিত হওয়ার কথা থাকলেও দুটি কবিতার প্রাপ্ত মার্কস সমান থাকায় ৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।)

এ পর্বের সম্মানিত বিচারকমন্ডলী ছিলেন – ঢাকা থেকে বীর মুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান ও কবি মোহাম্মদ মিজানুর রহমান, ভারত থেকে কবি ঋকতান ও কবি সুকেশ কুমার মণ্ডল, নাটোর থেকে কবি মেহেদী হাসান এবং চট্টগ্রাম থেকে কবি মোহাম্মদ ইসমাইল হোসেন।

এদিকে এক বিশেষ বার্তায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেন ও কেন্দ্রীয় মেধা সমন্বয়ক শিক্ষক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সকল বিজয়ী কবিদের অভিনন্দন, সকল অংশগ্রহণকারী কবিদের আন্তরিক শুভেচ্ছা ও সকল বিচারকমন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

 

শেয়ার করুন: