প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির নির্বাচন – ২০১৮

লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাবে ‘ঘর প্যানেল’ এর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

গত ১১ই সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় পূর্ব লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাবে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী ‘ঘর প্যানেল’ এর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারপার্সন আজাদ বক্ত চৌধুরীর সভাপতিত্বে এবং আবু বকর সিদ্দিক ও মোশাহিদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘর প্যানেলের চেয়ারপার্সন পদপ্রার্থী সফিক উল্লাহ মিছলু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আব্দুল কুদ্দুছ, ট্রেজারার পদপ্রার্থী আব্দুল হাকিম জিলু সহ অন্যান্য প্রার্থীবৃন্দ এবং বালাগঞ্জ-ওসমানীনগরের প্রবাসী নেতৃবৃন্দ। সভায় বক্তারা বালাগঞ্জ-ওসমানীনগরের ঐতিহ্যবাহী এই সংগঠন পরিচালনায় যুগোপযোগী নেতৃত্ব কায়েমের স্বার্থে আগামী নির্বাচনে সফিক-কুদ্দুছ-জিলু পরিষদকে ‘ঘর মার্কায়’ ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহবান জানান।

মাওলানা মায়দুল হকের পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমতির বর্তমান সভাপতি নেসার আলী সমসু, সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন, এম এ গফুর, গোলাম কিবরিয়া, অধ্যাপক মাসুদ আহমদ, এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি বদরুল ইসলাম, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসনু , হারুনূর রশিদ, এম এ রশিদ, এডুকেশন ট্রাস্টের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু,

সাবেক সাধারণ সম্পাদক হারুনূর রশিদ চৌধুরী, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব খালিছ মিয়া, হাজী আব্দুল মনাফ, শেখ মজাহিদ আলী, শামছুল আবেদিন নেসাওর, আনসারুল হক, সমিতির ট্রেজারার আজাদুর রহমান আজাদ, ট্রাস্টের ট্রেজারার আনসার মিয়া, বিশিষ্ট যুবসংগঠক নাজমুল ইসলাম, আবুল কাসেম, বদরুজ্জামান চৌধুরী, ফজলু মিয়া, সেলিম চৌধুরী, নূর মিয়া, মুহিবুর রহমান কয়ছর, দোলা মিয়া, আব্দুল কুদ্দুস, মনির উদ্দিন, রুহুল আমীন দোলন, লোকমান আলী, শাহজাহান আলম, সালামত মিয়া সাবুল, আবুল কয়েস, সালিম আহমেদ, মোঃ শাহজাহান, ফয়জুল ইসলাম, সাইফুর রহমান, দেলোয়ার হোসেন বেগ, রোকন মিয়া, এম এ আজিজ, সাজ্জাদুর রহমান  প্রমুখ।

শেয়ার করুন: