বালাগঞ্জের শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন শাহানারা ইয়াছমিন

কাজী শাহানারা ইয়াছমিন বীণা

বালাগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন ওসমানীনগর উপজেলার দক্ষিণ রাইগদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী শাহানারা ইয়াছমিন বীণা। বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রকীব ভূঁইয়া। গত ২০ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিসে প্রেরিত শ্রেষ্ঠ শিক্ষিক-শিক্ষিকা সহ সংশ্লিষ্টদের নামের তালিকা থেকে এ তথ্য জানা যায়। শাহানারা ইয়াছমিন ১৯৬৩ সালের ২২ নভেম্বর তৎকালীন বালাগঞ্জ উপজেলার (বর্তমান ওসমানীনগর উপজেলা) উসমানপুর  ইউনিয়নের থানাগাও গ্রামের কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত কাজী ফজলুর রহমান ও মাতা কাজী মরিয়ম ফজল। স্বামী সিরাজুল ইসলাম দৈনিক বাংলার আলো পত্রিকার সম্পাদক এম সিরাজুল ইসলাম। তিনি ১৯৭৯ ইং সালে দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, ২০০৫ ইং সালে তাজপুর ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি এবং একই কলেজ থেকে ২০১২ ইং সালে বিএ(অনার্স) সম্পন্ন করেন। শাহিনারা ইয়াছমিন ১৯৮৭ ইং সালে দক্ষিণ রাইগদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।

শেয়ার করুন: