আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্বব্যাপী ইন্টারনেট বিপর্যয় ঘটার আশঙ্কা!

মূল ডোমেইনের নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট অবকাঠামো কিছু সময়ের জন্য বন্ধ করা র কারণে সারাবিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি পেতে পারেন বলে জানিয়েছে রাশিয়া টুডে।

মূল সার্ভারের এই নিয়মিত রক্ষণাবেক্ষণের (রুটিন মেইনটেন্যান্স) কাজ করে ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)।

রক্ষণাবেক্ষণের মাধ্যমে ‘ক্রিপটোগ্রাফিক কি’ পরিবর্তন করা হয়। এটি ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) বা ইন্টারনেট অ্যাড্রেস বুক সুরক্ষিত রাখতে সাহায্য করে।

মোবাইল রিসার্চ গ্রুপের বিশ্লেষক এলডার মুর্তাজিন বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কিছু ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হতে পারে ও ইন্টারনেট পেজ লোড হতে বেশি সময় নিতে পারে। যারা পুরনো সফটওয়্যার ব্যবহার করেন তারা আরও বেশি সমস্যায় পড়তে পারেন।

কমিউনিকেশন রেগুলেটরি কর্তৃপক্ষের (সিআরএ) মতে, ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) সুরক্ষিত রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

যেসব ইন্টারনেট ব্যবহারকারী বা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এই পরিবর্তনের জন্য প্রস্তুত হবেন না তারা অসুবিধায় পড়তে পারেন বলে সিআরএ’র পক্ষ থেকে বলা হয়েছে।

তারা আরও জানায়, বিশ্বব্যাপী সাইবার হামলা প্রতিরোধ করতে ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই মেইন ডোমেইন সার্ভারকে সাপোর্ট দিতে সেটাকে মেইনটেন্যান্স করতে সাময়িক সময়ের জন্য এটি বন্ধ করা লাগতে পারে।

তবে এ মেইনটেন্যান্স কাজটি সঠিকভাবে সম্পন্ন হলে পরবর্তীতে ভালো নেটওয়ার্ক সংযোগ পাওয়া যেতে পারে।

শেয়ার করুন: