বালাগঞ্জে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব

বালাগঞ্জে চিরাচরিত রীতি অনুযায়ী সনাতনধর্মীর লোকেরা উৎসব আনন্দের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করেছে। প্রতিমা বিসর্জন মঞ্চ লোকে লোকারণ্য হয়ে  মিলনমেলায় পরিণত হয়ে উঠে। উপজেলার ২৬টি সার্বজনীন ও ৩টি ব্যক্তিগত সহ মোট ২৯টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে বালাগঞ্জের শারদীয় দুর্গোৎসব।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বালাগঞ্জের পূজামন্ডপ গুলো এক মিলন মেলায় পরিনত হয়। উপজেলার বালাগঞ্জ বাজারস্থ প্রতিমা বিসর্জন মঞ্চে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত বিসর্জন মঞ্চে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের উদ্দ্যেশ্যে অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিলেট ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এ সময় অন্যানের মধ্যে শুভেচ্ছা বক্তব্যরাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিলেট ল’ কলেজের অধ্যাপক এডভোকেট শোয়েব আহমদ, সিলেট রাগীব রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক ডাঃ বিদিত লাল সহকারী অধ্যাপক ডাঃ অর্চনা রানী দেব , সিলেট উইমেনস কলেজের ডাঃ ফারজানা হৃদি, বালাগঞ্জ থানার ওসি এস.এম জালাল উদ্দিন, ওসমানী নগর থানার ওসি মামুন আহমদ, বালাগঞ্জ হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান ও জেলা পূজা পরিষদের সদস্য হিমাংশু রঞ্জন দাশ, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পিনাক পানি ভট্রাচার্য্য, বালাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা প্রদ্যুন্ম কুমার দত্ত, বীরেন্দ্র কুমার দাস, অধির চন্দ্র দাস তালুকদার, প্রভাত চন্দ্র রায়, জেলা পূজা পরিষদের সভাপতির সহধর্মীনি রত্না দেব,জেলাপূজা পরিষদ সদস্য রঙ্গেশ কুমার দাস, রাজনগর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক রাখাল চন্দ্র দাস, বালাগঞ্জ শাখার সহ সভাপতি লাল মোহন দাস নান্টু, প্রদীপ দাস, সাংগঠনিক সম্পাদক স্বপন কান্তি দাস সপু, যুগ্ম সম্পাদক শিবুল দাস, পুলক দাস দুরন্ত, কোষাধ্যক্ষ অর্জুন দেবনাথ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক,প্রচার সম্পাদক নাসির উদ্দিন, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম আলী, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক,কুশিয়ারা কুলের প্রকাশক হুসাইন আহমদ,সিলেট ৩ আসনের ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রুবেল আহমদ, ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের সভাপতি মোঃ জুনেদ আহমদ, ছাত্রযুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অমল দাস আপন প্রমুখ।

অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। বিসর্জন মঞ্চে আগত মন্ডপের সভাপতি ও সম্পাদকদের উত্তরীয় ও মিষ্টি প্রদান করা হয় ও মোট ২২টি প্রতিমা বিসর্জন করা হয়।

শেয়ার করুন: