শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পথ সভায় ধাওয়া-পাল্টা ধাওয়া



বালাগঞ্জে সিলেট – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর পথ সভায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মারমুখী অবস্থানের কারণে উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ। রোববার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার মোরার বাজারে সিলেট-সুলতানপুর সড়কে দু’পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলার মোরারবাজার – কুবেরাইল পাঁকা সড়কের সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের পর দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় আছরের নামাজের বিরতি ঘোষণা করা হলে সভাস্থল ত্যাগ করার সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা শাখার আহবায়ক ও স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মধ্যে কথাকাটা-কাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

এ ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলের আশপাশের ব্যবসায়িরা সাময়িক ভাবে দোকানপাঠ বন্ধ করে দেন। জনসাধারণের মধ্যে আতংক দেখা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। ঘটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। পরে সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে উভয় পক্ষের প্রায় ১০/১২জন নেতাকর্মী আহত হন।

পরে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, ইউপি সদস্য আইয়ব উল্লাহ, সাবেক মেম্বার নেছারওর আলী, আলাউদ্দিনসহ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ নেতা-কর্মীদের শান্ত করেন এবং বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে দলীয় ফোরামে সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন।

আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ কঠোর অবস্থান নেয়ায় পরিস্থিত শান্তি হয়। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।

এ দিকে আছরের নামাজের বিরতির পর পথসভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বর্তমান সরকারের আমলে তাঁর নির্বাচনী এলাকা ও বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দেওয়ানবাজারসহ বালাগঞ্জ উপজেলাকে মিনি টাউন হিসেবে গড়ে তুলতে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান।

পথ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ইলিয়াস মিয়া। উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ দিলু মিয়ার পরিচালনায় পথ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ মতিন, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মনজু, আওয়ামী লীগ নেতা ইসরাক আলী, হাজী সাইস্তা মিয়া, সাবেক ইউপি সদস্য নেছাওর আলী আলী, ডাঃ মুহিবুল হক শাহীন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ময়নুল ইসলাম ছালেহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়ছুল আলম কয়েস, যুবলীগ নেতা আব্দুল্লাহ্ রহমান, কয়েস আহমদ, আব্দুর রকিব সুহেল আহমদ, সেবুল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এমরুল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক জিয়াউল হক পান্না, সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন, রাজু আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমুজ মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইউনিয়ন শাখার সভাপতি শিহাবুল ইসলাম অনিক প্রমূখ। পথসভা শেষে সন্ধায় এমপি সামাদ চৌধুরী স্থানীয় মোরার বাজারে নৌকার পক্ষে গণসংযোগ করেন। এসময় দলীয় নেতাকর্মী জনসংযোগে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!