বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে শাহ্ কুতুব উদ্দিন পরিষদের পরিচ্ছন্নতা অভিযান



ফেঞ্চুগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন শাহ্ কুতুব উদ্দিন (র.) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অপরাধ নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যে শাহ কুতুব উদ্দিন (র.) মাজার শরীফ (ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ) হতে স্থানীয় পুরান বাজার পযর্ন্ত সড়কের দু’পাশ পরিস্কার করা হয়েছে।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মণ্টু। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কামাল আহমেদ। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) খালেদ চৌধুরী, ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য শিব চক্রবর্তী, পরিষদের উপদেষ্টা নূরুল ইসলাম, রখন মিয়া, পরিষদের সিনিয়র সহ-সভাপতি রুহুল ইসলাম জাকির, সমির আহমদ, বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল করিম সৌরভ, কোষাধ্যক্ষ জাকির হোসেন, ফয়জুল ইসলাম এপলু, নিবাহী সদস্য জামাল আহমদ, জায়েদুল ইসলাম, বদিউজ্জামান রানু প্রমুখ।

পরিষদের কর্মকর্তারা জানান, পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে স্থানীয় সড়কের উভয় পাশের ঝোঁপঝাড় পরিস্কার করা হয়েছে। এতে সড়কে রাতের বেলা চলাচলকারী যানবাহন, পথচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ সুবিধা হবে। এ বিষয়ে আলাপকালে স্থানীয় এলাকাবাসী সড়কে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপনের জন্য দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!