বালাগঞ্জে মতবিনিময় সভা

সিলেটবাসীর সমস্যা সমাধানে আন্তরিক ভাবে কাজ করে যাবো : জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ৩৬০আউলিয়ার পুণ্যভূমিতে সিলেটবাসীর সমস্যা সমাধানে যথাসাধ্য আন্তরিক ভাবে কাজ করে যাবো। তিনি প্রাকৃতিক কন্যা হিসেবে সিলেটকে আখ্যায়িত করে বলেন, বালাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা নোট করেছি। এ গুলোকে পর্যায়ক্রমে সমাধানে চেষ্ঠা করে যাবো। তিনি বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উপজেলার উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা উপরোক্ত কথাগুলো বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
বোয়ালজুড় ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম, পূর্বগৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, আব্দুল গফুর খালিছদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, শিক্ষক প্রতাপ কুমার চক্রবর্তী, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, সমাজকল্যাণ সম্পাদক এস এম হেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী, সিলেট জেলা ছাত্রলীগ নেতা একে টুটুল প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বালাগঞ্জ উপজেলাকে হাওর অঞ্চল ঘোষনা, নদী ভাঙ্গন রোধ, সিলেট সুলতানপুর বালাগঞ্জ রাস্তা সংস্কার, পুর্বপৈলন পুরের একমাত্র রাস্তা সংস্কার, বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার, মুক্তিযোদ্বাদের দানকৃত ভুমি দখল, বালাগঞ্জ হাসপাতালের সমস্যাসহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। পরে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন, বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

শেয়ার করুন: