ফলোআপ

ফেঞ্চুগঞ্জের বেইলি ব্রিজ আবারো জোড়াতালি দিয়ে সচল করার চেষ্টা 

সিলেটের ফেঞ্চুগঞ্জ হাইওয়ে সড়কের ব্রিজ ভেঙ্গে একদিকে চলছে যানবাহন। ফেঞ্চুগঞ্জ উপজেলার উওর ফরিদপুর নামক স্থানের একটি কালবার্টের একপাশ ভেঙ্গে একদিকে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ। বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ করে বেইলি ব্রীজের একপাশের পাটাতন উঠে যায় এতে যান চলচলে বিঘ্ন ঘটে।

এই বিষয়ে গতকাল উক্ত প্রতিবেদকের ফেঞ্চুগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে যান চলাচল ব্যাহত, নেই স্থায়ী সমাধান

শিরোনামে একই সংবাদ অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশের পর আজ শনিবার দুপুরের দিকে সিলেট সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন শ্রমিককে ওয়েলডিং কাজ করতে দেখা যায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, বেইলি ব্রিজের ভাঙ্গা পাটাতন গুলো জোড়া তালি দেওয়ার চেষ্টা করছেন। অপর পাশের ও পাটাতন উঠে যাচ্ছে। পথচারী বিনয় সৌম বলেন – জোড়া তালি দিয়ে এভাবে কয়দিন চলবে। দশ বছর এই এলাকার সংসদ সদস্য থাকার পরও না হলো ব্রিজ না সড়ক। কবে যে আমাদের ভোগান্তি দূর হবে উপরওয়ালা ভালো জানেন।

শেয়ার করুন: