বালাগঞ্জ বাজারের প্রাক্তন ব্যবসায়ী, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন খানের পিতা, উপজেলার হাসামপুর নিবাসী মোঃ সোনাফর খান (৭২) আর নেই। ১২ নভেম্বর (সোমবার) ভোর পৌনে ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঐ দিন বাদ আছর স্থানীয় হাসামপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
উক্ত জানাজায় সাবেক সচিব মকবুল হোসেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, প্রবীন রাজনীতিক ও সালিশী মোঃ জহুর আলী, উপজেলা বিএনপি নেতা সহ-সভাপতি সিরাজুজ্জামান মঙ্গল খান, আওয়ামী লীগ নেতা তফুর আলী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল ইসলাম সেফুল, সিলেট পল্লী বিদ্যুৎ ১ এর পরিচালক মাহমুদ হোসেন মাছুম, সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, গহরপুর রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক এ এস রায়হানসহ এলাকার সর্বস্থরের মানুষ শরিক হন।
এদিকে বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শিপন খানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক মুহাম্মাদ শরীফুজ্জামান। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।