বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট-৩ আসনে জমিয়ত নেতা আব্দুস সালামের মনোনয়ন ফরম সংগ্রহ



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে সিলেট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জমিয়তের কেন্দ্রীয় নেতা, বালাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি, বালাগঞ্জ উপজেলার গহরপুরের রতনপুর নিবাসী মাওলানা আব্দুস সালাম।

তিনি ১৮ নভেম্বর (রোববার) বিকেলে রাজধানীর পল্টনস্থ দলীয় কার্য্যালয়ে দলের আমির, সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাস এর হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব শায়খুল হাদিস শেখ মুজিবুর রহমান, যুগ্ন মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা রশীদ আহমদ প্রমুখ।

এদিকে, দলের মনোনয় পেলে অবহেলিত সিলেট ৩ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম সকলের দোয়া চেয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!