বিশেষ এই মহড়ায় নেতৃত্ব দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, ফেঞ্চুগঞ্চ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মো. বদরুজ্জামান ও পুলিশ পরিদশর্ক (তদন্ত) খালেদ চৌধুরী। মহড়ায় অংশ নেন থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও জানা গেছে, অপরাধীদের প্রতি সতর্কবার্তা হিসেবে এই মহড়া চালানো হয়েছে।