বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে পুলিশের  মহড়া 



একাদ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে বিশেষ মহড়া চালিয়েছে পুলিশ। আজ শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানা এই মহড়া চলে ফেঞ্চুগঞ্জ থানা এলাকার সেনেরবাজার কটালপুর,পালবাড়ী, সারকারখানা , মাইজগাঁও এবং ফেঞ্চুগঞ্জ সদর বাজার এলাকায়।

বিশেষ এই মহড়ায় নেতৃত্ব দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, ফেঞ্চুগঞ্চ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মো. বদরুজ্জামান ও পুলিশ পরিদশর্ক (তদন্ত) খালেদ চৌধুরী। মহড়ায় অংশ নেন থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও জানা গেছে, অপরাধীদের প্রতি সতর্কবার্তা হিসেবে এই মহড়া চালানো হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!