ফেঞ্চুগঞ্জে ২য় কে পি এল প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়নস খিলপাড়া ক্রিকেট একাডেমি

আবু জাফর আল মনসুর : সিলেটের ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারায় ২য় কটাল পুর ক্রিকেট প্রিমিয়ার লীগে ১ ডিসেম্বর শনিবারের ফাইনাল খেলায় গতবারের চ্যাম্পিয়নস সোনালী বাংলা ক্রিকেট ক্লাব এ দল কে ৬ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে খিলপাড়া ক্রিকেট একাডেমি।

শিরোপা ধরে রাখতে পারেনি গতবারের চ্যাম্পিয়নস সোনালী বাংলা ক্রিকেট ক্লাব এ দল, রানার্সআপ নিয়ে এবার সন্তুষ্ট থাকতে হয় তাদের,পুনরুদ্ধারের লড়াইয়ে গতবারের রানার্সআপ খিলপাড়া ক্রিকেট একাডেমি এবার অপরাজিত দল হিসাবে ২য় কে.পি.ল লীগে ১ম শিরোপা ঘরে তুলে, ঐতিহ্যবাহী পশ্চিম কটাল পুর ভি টি মাঠে সিলেট থেকে আগত শফি আহমদ ও সৌরভ দেবের পরিচালনায়- বিকাল ২ টায় সোনালী বাংলা ক্রিকেট ক্লাব এ দল বনাম খিলপাড়া ক্রিকেট একাডেমি মধ্যকার ফাইনাল খেলা শুর হয়।

স্কোর বোর্ডের দায়িত্বে থাকেন সাজু (ইলাশপুর)। দুই ক্যাপ্টেনের মধ্যকার টসে খিলপাড়া ক্রিকেট একাডেমির ক্যাপ্টেন মিজান টস জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, ফলে ব্যাটিং পায় স্বাগতিক সোনালী বাংলা ক্রিকেট ক্লাব এ দল, নাহিদ ও তাহেরের উদ্বোধনী জুটিতে ভালো সুচনা করে দলীয় ২৫ রানে রানুর বলে বোল্ড আউট হন নাহিদ, নতুন ব্যাটসম্যান জাকের কিছু ভাল করলে অন্যপ্রান্তে ব্যাটিং বিপর্যয় ঘটে সোনালী বাংলা ক্লাবের, আরিফ রানুর দুর্দান্ত বোলিংয়ে ক্রমান্বয়ে বিরতিহীন ভাবে উইকেটের পতন ঘটতে থাকে, শেষ দিকে মাসুদ সাব্বিরের আক্রমনাত্মক ব্যাটিং লড়াইয়ের পুজি পায় সোনালী বাংলা, ১৫ ওবার ৪ বলে সবকটি উইকেট হারিয় সোনালী বাংলা ক্রিকেট ক্লাব সংগ্রহ করে ১১৭ রান।

সর্বোচ্চ রান মাসুদ সাব্বির (৩০*) জাকের ২২, সর্বোচ্চ উইকেট শিকার আরিফ ৪উইকেট, রানু ৩ উইকেট, জাহাঙ্গীর ২ ও তুহিন ১টি উইকেট।

জবাবে- সামাদের দুর্দান্ত ঘুর্নিতে রানের খাতা খোলার আগে তুহিনের বিদায়, নতুন ব্যাটসম্যান মিজান ও উদ্বোধনী ব্যাটসম্যান আলমগীরের দৃঢ়তায় দলীয় ৭৩রানে আলমগীরের বিদায় হলে, ক্যাপ্টেন মিজান অন্যপ্রান্তে অবিচল হলেও অলরাউন্ডার যুহেবের ১১তম ওভারে পরপর ২উইকেট নিলে হ্যাট্রিকের সম্ভবনা হলে টেকিয়ে দেন নাহিদুল, শেষমেষ খিলপাড়া ক্রিকেট একাডেমি ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষে পৌছে যায়।

সর্বোচ্চ রান আলমগীর ২৫, মিজান ২০, নাহিদুল২৫* সর্বোচ্চ সামাদ ও জুহেব ২টি করে উইকেট শিকার করেন।

ফলঃ৬ উইকেটে জয়ী খিলপাড়া ক্রিকেট একাডেমি।

খেলা শেষে ইকবাল আহমদ লিমনের সঞ্চালনায় ছমির মিয়ার সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন- সোলেমান মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল জালাল তারা মিয়া, অনলাইন প্রেসক্লাবের আহবায়ক- সাংবাদিক রাজা সায়মন, সাংবাদিক সৈয়দ সুমন, জাকির হোসেন রেখন, মফিজুর রহমান, আবু বক্কর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দিলওয়ার, শামীম আহমদ, হোসেন আহমদ, দৈনিক বাংলাদেশের খবরের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আসিফ ইকবাল ইরন, সেকুল ইসলাম, রুজেল আহমদ, খালেদ আহমাদ, তোফায়েল আহমদ, আব্দুল জলিল- প্রমুখ।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাহিদুল, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন আবু তাহের (সোনালী বাংলা), সর্বোচ্চ রান সংগ্রাহক যুহেব আহমদ (সোনালী বাংলা), সর্বোচ্চ উইকেট শিকারী আব্দুস সামাদ রুহেল (সোনালী বাংলা)।

শেয়ার করুন: