সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে ট্রান্সফরমার চুরির প্রতিরোধে পল্লী বিদ্যুতের মাইকিং



ফেঞ্চুগঞ্জে ট্রান্সফরমার ও তার চুরির প্রতিরোধে গ্রাহকদের ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা জুড়ে মাইকিং করেছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ফেঞ্চুগঞ্জ সাব-জোনাল অফিস।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, শীত মৌসুমে হঠাৎ করে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ফেঞ্চুগঞ্জ সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় নির্মিত বৈদ্যুতিক লাইন থেকে ব্যাপক হারে ট্রান্সফরমার ও তার চুরি হচ্ছে। এতে সমিতি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াসহ চুরিকৃত ট্রান্সফরমারের আওতায় গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ট্রান্সফরমার ও তার চুরি প্রতিরক্ষার্থে গ্রাহকদের উদ্দেশ্যে ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা জানান, এ বৈদ্যুতিক সামগ্রীগুলো নিজেদের সম্পত্তি বিবেচনা করে নিজ এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে। রাত্রিকালীন সময়ে বিদ্যুৎ চলে গেলে সঙ্গে সঙ্গে টর্চ লাইট দিয়ে বাড়ির কাছের ট্রান্সফরমারটি দেখতে হবে। তিনি আরও বলেন, লাইনের কাছে অপরিচিত লোকজনের সন্দেহজনক ঘোরাফেরা দেখা গেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম মো. মহিউদ্দিন বলেন, গতকিছু দিন ধরে ট্রান্সফরমার চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে চোর চক্র। গত পাঁচ দিন আগে মানিকোনার বন্দর পাড়ায় একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। তাই নিজেদের সম্পত্তি বিবেচনা করে গ্রাহকদের ট্রান্সফরমার ও তার পাহারার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে তিনি সকল গ্রাহককে সচেতন হওয়ার আহবান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!