এসময় তিনি বলেন, দেওয়াল ঘড়ির বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ নির্বাচনে বিজয়ের মধ্যে দিয়ে দেশে ন্যায় প্রতিষ্ঠা হবে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে ফেঞ্চুগঞ্জ বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন তিনি। গণসংযোগ উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা সালেহ আহমদ, খেলাফত মজলিস ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক, খেলাফত মজলিস ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার হোসেন আহমদ, খেলাফত মজলিস মাইজগাঁও ইউনিয়ন সভাপতি হাফিজ সাইদুল ইসলাম, ১নং ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জামিল আহমদ, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলার সহ- সাধারণ সম্পাদক আবু সুলেমান, খেলাফত মজলিস নেতা রেদওয়ান আহমদ। এছাড়া গণসংযোগে ফেঞ্চুগঞ্জ উপজেলার ছাত্রমজলিসের নেতাকর্মী, সাধারণ জনগণসহ কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন।