রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে বৃষ্টিতে টিলা ধস, দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু



টানা দুই দিনের বৃষ্টিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে টিলা ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু আপন ভাই। আজ বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মাইজগাঁও ইউপির মাইজগাঁও গ্রামের রবাই মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, মালয়েশিয়া প্রবাসী লিয়াকত আলীর ছেলে ফাহিম মিয়া (৪) ও শাহিন মিয়া (৮)।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে ফাহিম ও শাহিনকে ঘরে না পেয়ে তাদের মা অনেক খোঁজাখুঁজি করেন। পরে সকাল ১০টার দিকে ঘরের পাশে টিলার মাটির নিচে তাদের খুঁজে পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা শিশু দুটি টিলার নিচে খেলতে গেলে মাটি চাপায় তাদের মৃত্যু হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!