যুক্তরাজ্যস্থ সামাজিক সংগঠন ‘গহরপুর দেওয়ান বাজার ট্রাস্টে’র কোষাধ্যক্ষ, বালাগঞ্জ উপজেলার স্থানীয় সিরাজপুর নিবাসী সোহেল আহমদের মায়ের কুলখানি সম্পন্ন হয়েছে। ২৩ ডিসেম্বর (রোববার) বাদ জোহর তাঁহার নিজ বাড়ীতে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠিত হয় কুলখানি। বিশিষ্টজনেরা ছাড়াও কুলখানিতে উপস্থিত ছিলেন আত্বীয় স্বজন, শুভানুধ্যায়ীসহ এলাকার সর্বস্তরের মানুষ।
কুলখানিতে গহরপুর মাদ্রাসার ছাত্র-শিক্ষক ছাড়াও অতিথি বৃন্দ ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ফ.ম শামীম, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শেখ নুরুল ইসলাম জিতু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আব্দুল মুনিম, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, গরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. মুজিবুর রহমান, হাফিজ সামছুল ইসলাম, সমাজসেবী মো. এমএ মালেক, আব্দুল কাদির খসরু, মো. হারুন মিয়া, মো. দিলু মিয়া, আব্দুল জলিল বেলাল, মো. তেরা মিয়া, ময়নুল ইসলাম সালেহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপ, দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল হক পান্না, তরুণ সমাজকর্মী ফাহাদুল ইসলাম উজ্জ্বলসহ এলাকার সর্বস্তরের মানুষ শরিক হন।
উল্লেখ্য, যুক্তরাজ্যস্থ ‘গহরপুর দেওয়ান বাজার ট্রাস্টে’র কোষাধ্যক্ষ সোহেল আহমদের মাতা মায়ারুন্নেছা (৬০) গত ১০ ডিসেম্বর (সোমবার) দিবাগত রাত সাড়ে ১০ঘটিকায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং ১মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মায়ের মৃত্যুর খবর শুনে যুক্তরাজ্য থেকে কমিউনিটি নেতা সোহেল আহমদ দেশে ছুটে আসেন এবং তাঁর উপস্থিতিতে ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) গহরপুর মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।