অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিংবডির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আফম শামীম। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান।
শিক্ষক সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিংবডির সদস্য আতিকুর রহমান, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শ্যাম সুন্দর রায়, সিনিয়র শিক্ষক জেসমিন বেগম, মাওলানা আতাউর রহমান, শ্রীকান্ত বর্মণ, মাসুদা বেগম, রুহিনা বেগম, রুহুল আমিন, ইব্রাহিম মিয়া, আফসার উদ্দিন, রিপন বর্মণ, সুহেল মিয়া, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, এসএম হেলাল, এমএ কাদির, শিক্ষানুরাগী রায়হান চৌধুরী হৃদয়।
অনুষ্ঠানে ২০১৮ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে – আব্দুল মজিদ মিনহাজ ও রাহিমা বেগম সপ্তম শ্রেণি, কলি বেগম, ইশরাত জাহান ও আসাদুর রহমান বাবলা অষ্টম শ্রেণি, খায়রুল ইসলাম ও তামান্না বেগম নবম শ্রেণি, পুলক বৈদ্য ও দিলরুবা ইয়াছমিন দশম শ্রেণি এবং পলি বেগম এসএসসি পরীক্ষার্থী।
উল্লেখ্য, বৃত্তি প্রবর্তক শাহনূর চৌধুরী বঙ্গবীর এমএজি ওসমানী মন্ত্রী থাকাকালে তাঁর এপিএস ছিলেন। তিনি বর্তমানে স্কটল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। শাহনূর চৌধুরী তাঁর ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন যাবত এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গরীব এবং মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছেন।