প্রার্থীদের মধ্যে রয়েছেন, প্রেসিডেন্ট পদে সৈয়দ নাহাস পাশা ও ইমদাদুল হক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদে মুহাম্মদ আব্দুস সাত্তার ও ব্যারিষ্টার তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারী পদে মুহাম্মদ জুবায়ের ও ড. আনিসুর রহমান আনিস, ট্রেজারার পদে আবু সালেহ মো: মাসুম ও আব্দুল কাদের মুরাদ চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারী পদে মতিয়ূর রহমান চৌধুরী ও মোহাম্মদ সুবহান, কমিউনিকেশন সেক্রেটারী পদে মুহাম্মদ আব্দুল কাইয়ূম ও জাকির হোসেন কায়েস, ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারী পদে ইব্রাহিম খলিল ও আহাদ চৌধুরী বাবু, ইনফরমেশন এন্ড টেকনোলজি পদে সালেহ আহমদ ও আনোয়ার শাহজাহান। ইসিতে রয়েছেন, রহমত আলী, আব্দুল কাইয়ুম, পলি রহমান, জে ইউ এম নাজমুল হোসেন, রূপি আমিন, শাহনাজ সুলতানা, তাওহিদ আহমদ, ইমরান আহমেদ, মো: হাবিবুর রহমান, জুয়েল শেখর দাস ও সরওয়ার হোসেন।
প্রার্থীতা প্রত্যাহার করেছেন রুমান বক্ত চৌধুরী।