ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর সাতালীপাড়া নিবাসী, যুক্তরাজ্যের করবি বরা কাউন্সিলের মেয়র কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান আছকিরের পুত্র মোহাম্মদ নাইম আহমদ যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সাইন্স ইন একাউন্টিং এন্ড বিজনেস ডিপার্টমেন্ট হতে অনার্স ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছেন।
তাঁর এ কৃতিত্বপুর্ণ ফলাফলের জন্য বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার জন্য শিক্ষা বৃত্তির অফার করেছে বলে জানা গেছে। নাইম তাঁর এ সাফল্যপূর্ণ ফলাফলের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সার্বিকভাবে সহযোগিতা ও উৎসাহ উদ্দীপনা প্রদানের জন্য মা-বাবা, বোন, চাচা চাচি, দাদি ও সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
একমাত্র পুত্রের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে নাঈমের পিতা যুক্তরাজ্যের করবি বরা কাউন্সিলের মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান আছকির সকলের কাছে দোয়া কামনা করেছেন।