ভোটারদের নামের বাহার (দ্বিতীয় পর্ব)

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনী টুকিটাকি-৩

গত প্রতিবেদনে ভোটারদের নামের বাহার (প্রথম পর্বে), চৌধুরী, খান ও মিয়াদের কথা তুলে ধরা হয়েছিল। এ প্রতিবেদনে সৈয়দ, উদ্দিন, আহমদ, শাহ, রহমান, ইসলাম, সম্বলিত নামগুলি তুলে ধরা হলো। এখানে একটি কথা বলে নেয়া ভাল যে, নির্বাচনের সময় ব্যালট পেপার সংগ্রহ করতে এসে কেউ ভোটার নং ভুলে গেলে এই নম্বরটি সংরক্ষণ করে রাখলে কাজে লাগতে পারে।

ক্লাবের ৩১৮ জন মেম্বারের মধ্যে ‘সৈয়দ’ নামধারী রয়েছেন, ৯ জন। তারা হচ্ছেন, নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ও তালিকায় ২নং ভোটার সৈয়দ নাহাস পাশা, ৮নং ভোটার সৈয়দ মনসুর উদ্দিন, ১০ নং ভোটার সৈয়দ জহুরুল হক, ১২ নং ভোটার সৈয়দ বেলাল আহমদ, ২৯ নং ভোটার সৈয়দ আফসার উদ্দিন, ৩১ নং ভোটার সৈয়দ আনাস পাশা, ৮৪ নং ভোটার সৈয়দ আব্দুল কাদির, ২৫১ নং ভোটার সৈয়দ নাসির আহমদ, ৪০৮ নং ভোটার সৈয়দ সাদেক আহমদ প্রমুখ।

নির্বাচনী ভোটার তালিকায় ‘উদ্দিন’ নামধারী হলেন ১০ জন। তাদের মধ্যে রয়েছেন, ক্লাবের সাবেক সভাপতি ও তালিকায় ৪নং ভোটার নবাব উদ্দিন, ৭নং ভোটারদের মুসলেহ উদ্দিন, ১০৭ নং ভোটার মুস্তফা উদ্দিন, ১৭৮ নং ভোটার সালা উদ্দিন, ২৮৩ নং ভোটার জামাল উদ্দিন, ৩০২ নং ভোটার তাজ উদ্দিন আহমদ, ৩২২ নং ভোটার বাহার উদ্দিন, ৩৩৬ নং ভোটার বশির উদ্দিন মাহমুদ, ৩৫১ নং ভোটার রশিদ উদ্দিন, ৩৯৫ নং ভোটার মনির উদ্দিন প্রমুখ।

আহমদ নামধারী রয়েছেন ২৫ জন। তাদের মধ্যে ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ২০নং ভোটার বেলাল আহমদ, ২৭ নং ভোটার ফারুক আহমদ, ৭৮ নং ভোটার তাওহিদ আহমদ, ৯৭ নং বোটার মারুফ আহমদ, ১২৭ নং ভোটার সুমন আহমদ, ১৮২ নং ভোটার সৈয়দা সায়মা আহমদ, ১৮৬ নং ভোটার সালেহ আহমদ, ২০০ নং ভোটার আনসার আহমদ উল্লাহ, ২০৭ নং ভোটার আলী আহমদ বেবুল, ২১৫ নং ভোটার এ এইচ এম আশরাফ আহমদ, ২১৭ নং ভোটার বকশী আহমদ, ২৯০ নং ভোটার আহাদ আহমদ, ৩১৮ নং ভোটার মাহবুব আহমদ, ৩২১ নং ভোটার নাহিদ আহমদ জায়গীরদার, ৩৩৭ নং ভোটার রাজু আহমদ, ৩৪৯ নং ভোটার শাহীন আহমদ, ৩৯০ ফিরোজ আহমদ বিপুল, ৩৯৭ নং ভোটার শিব্বির আহমদ, ৪১৯ নং ভোটার জুনেদ আহমদ, ৪২৩ নং ভোটার কয়েস আহমদ রুহেল, ৪৩৮ নং ভোটার জুবায়ের আহমদ, ৪৪৫ নং ভোটার মারুফ আহমদ, ৪৪৮ নং ভোটার শামীম আহমদ, ৪৬৪ নং ভোটার মোহাম্মদ শামীম আহমদ, ৪৭২ নং ভোটার সাজু আহমদ প্রমুখ।

‘শাহ’ নামধারীদের মধ্যে রয়েছেন ৮ জন। তারা হলেন, ২২ নং ভোটার শাহ ইউসুফ, ২২৮ নং ভোটার শাহ শামীম আহমদ, ৩০৩ নং ভোটার শাহ সুহেল আমিন, ৩৭২ নং ভোটার শাহ সুহেল আহমদ, ৩৮১ নং ভোটার শাহ মুস্তাফিজুর রহমান, ২৯১ নং ভোটার শাহ রায়হান মাহমুদ, ৪১১ নং ভোটার শাহ আব্দুল কাইয়ূম, ৪৫৯ শাহ এমি হোসেন প্রমুখ।

ইসলাম নামধারী হচ্ছেন ১৪জন। তারা হলেন, ৩৬ নং ভোটার রফিকুল ইসলাম এমাদ, ১৯৫ নং ভোটার শফিকুল ইসলাম, ২৭২ নং ভোটার শামসুল ইসলাম, ৩১৫ নং ভোটার নজরুল ইসলাম সেলিম, ৩১৬ নং ভোটার তবারকুল ইসলাম, ৩৩০ নং ভোটার আমিরুল ইসলাম (টিভি ওয়ান), ৩৬৬ নং ভোটার নজরুল ইসলাম,৩৬৭ নং ভোটার জয়নুল ইসলাম (বার্মিংহাম), ৩৭৯ নং ভোটার কায়সারুল ইসলাম সুমন. ৩৯২ নং ভোটার সাজ্জাদুল ইসলাম রানা, ৩৯৪ নং ভোটার মাহবুবুল ইসলাম মাহি, ৪২৯ নং ভোটার খালেদ নজরুল ইসলাম, ৪৩১ নং ভোটার কামরুল ইসলাম, ৪৭৪ নং ভোটার মাহিদুল ইসলাম প্রমুখ।

আগামী পর্বে হোসেইন, মাহমুদ, শিকদার, অলম, হাসান, ভুঁইয়া, আব্দুল ও আলী প্রভৃতি নামধারীদের উল্লেখ থাকবে। তাছাড়া কয়েকটি সমপর্যায়ের নামের কথাও উল্লেখ করা হবে।

শেয়ার করুন: