পর্নোসাইট বন্ধে প্রযুক্তি ব্যবহার মার্চে

দেশে পর্নোসাইট বন্ধে নতুন করে পদেক্ষপ নিচ্ছে সরকার। মূলত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের উদ্যোগেই এবার বেশ জোরেশোরে এই কার্যক্রম।

মোস্তাফা জব্বার জানান, ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হলে এটাকে যুদ্ধ হিসেবে নিতে হবে। প্রতিনিয়ত নতুন নতুন এসব সাইট জন্ম নেয়, তারপর মিরর সাইটগুলো থাকে, একটা বন্ধ করলে আরেকটায় সুইচ করে এরা। ‘এখন হতে যেগুলোর তালিকা হাতে পাবো সেগুলো বন্ধ করতে থাকবো।

মন্ত্রী জানান, সাইটগুলো চিহ্নিত করে এবং বন্ধ করতে মার্চ মাসের মধ্যে প্রযুক্তি ব্যবহার শুরু হবে। এর বাইরে ইউটিউবে যে ক্ষতিকর অ্যাডাল্ট কনটেন্ট ছড়িয়ে দেয়া হচ্ছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চান মোস্তাফা জব্বার।

এর আগে ২০১৬ সালে দেশে পর্নোসাইট বন্ধে একবার উদ্যোগ নেয়া হয়েছিল। তখন দেশে পাঁচ শতাধিক পর্ন সাইট বন্ধ করার কথা জানানো হয়েছিল। এখনও বাংলাদেশ হতে অসংখ্য সাইট সার্চে পাওয়া যায়।

অ্যালেক্সার র‌্যাংকিং অনুয়ায়ী দেশে শীর্ষ ১০ ওয়েবসাইটের মধ্যেই একটি পর্ন সাইট রয়েছে।

শেয়ার করুন: