সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ফরিদী

নর্থইস্ট বালাগঞ্জ কলেজে ‘সিবিইটি’র বৃত্তি প্রদান



বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী বলেছেন, সমৃদ্ধ জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের শুধু ভালো ফল অর্জন করলে চলবে না, তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিরলস কাজ করতে হবে। মনে রাখতে হবে আজকের শিক্ষার্থীই আমাদের আগামীদিনের স্বপ্ন বাস্তবায়নের কারিগর। তিনি সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বালাগঞ্জ উপজেলার নর্থইস্ট বালাগঞ্জ কলেজের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি)’র বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান।

প্রভাষক ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড পাবলিক স্কুলের সাবেক শিক্ষক, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. ইলিয়াস আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের ভূমিদাতা সদস্য হাজী সাইস্তা মিয়া, কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, প্রভাষক আব্দুল্লাহ আল নোমান, সুজন হালদার, আব্দুল আজিজ, রমা সিনহা, সামসুন্নাহার সুমি, কলেজের শিক্ষার্থী আব্দুল কাদির, পারভিন বেগম, জহুরা জান্নাত জনি, সুমা বেগম, শাকিলা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী আকিলা আক্তার, মাহবুবা বেগম, শিপলু আহমদ, শামসুল আলম রানা ও আজিজুর রহমানকে সনদ ও ৫হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। সভায় বক্তারা প্রায় দেড় বছর যাবত একক অর্থায়নে কলেজের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!