লন্ডন-বাংলা প্রেসক্লাবের নির্বাচনে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের অভিনন্দন

লিমন ইসলাম : যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন-বাংলা প্রেসক্লাবের অতিসম্প্রতি সম্পন্ন নির্বাচনে বিজয়ী সভাপতি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সহ-সভাপতি সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক তারেক চৌধুরী, সেক্রেটারি চ্যানেল এস এর প্রধান প্রতিবেদক মোহাম্মদ জুবায়ের, ট্রেজারার ইকরা বাংলা টেলিভিশনের ব্যবস্থাপক আ স ম মাসুম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মতিউর রহমান চৌধুরী, কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে এম এ কাইয়ুম, ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ইব্রাহিম খলিল, ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারি সালেহ আহমদ, ইভেন্টস এন্ড ফেসিলিটিজ সেক্রেটারি পদে রেজাউল করিম মৃধা, নির্বাহী সদস্য হিসাবে আব্দুল কাইয়ুম, রুপি আমিন, মো. এমরান আহমদ, পলি রহমান, নাজমুল হোসেইন ও শাহনাজ সুলতানা বিজয়ী হওয়ায় ওয়েলসবাসীসহ বিভিন্ন মহল অভিনন্দন ও বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপনকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন – বৃটেনের ওয়েলস বাংলা নিউজের এডিটর ও দৈনিক মৌলভীবাজার মৌমাছি কণ্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি এটিন বাংলার ওয়েলস প্রতিনিধি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস থেকে চ্যানেল এস এর কাডিফ প্রতিনিধি মোস্তফা সালেহ লিটন, এনটিভির কাডিফ প্রতিনিধি রফিকুল ইসলাম, ব্রিজেন্ড থেকে প্রবীণ সাংবাদিক দেওয়ান রফিক হায়দার মোহাম্মদ ফয়সাল, চ্যানেল এস এর নিউপোর্ট  প্রতিনিধি হারুন অর রশিদ, সাপ্তাহিক জনমতের কার্ডিফ প্রতিনিধি এস আই চৌধুরী বাবলু, লন্ডন সিলেট নিউজ টুয়েন্টি ফর ডট কমের এডিটর মোহাম্মদ মোজাম্মেল আলী, জিবিনিউজ টুয়েন্টিফর এর এডিটর মোহাম্মদ রাকিব রুহেল, ব্রিস্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস এর প্রতিনিধি কামরুল ইসলাম ও ব্রিস্টল বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি এটিন বাংলার প্রতিনিধি খায়রুল আলম লিংকন সহ প্রমুখ।

এক বিবৃতিতে তাঁরা আশাবাদব্যক্ত করে বলেন, এবারকার দায়িত্বপ্রাপ্তরা আমাদের প্রাণের এই ঐতিহ্যবাহী সংগঠনের অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনের অগ্রযাত্রায় অবশ্যই আরও বলিষ্ঠ ভৃমিকা রাখবেন।

শেয়ার করুন: