কবিতা

অব্যক্ত যন্ত্রণা ।। শাহীন রায়হান

তোমাকে পাওয়া পরীক্ষার খাতায় শূন্য পাওয়ার চেয়েও অধিক যন্ত্রণাদায়ক
গ্রেনেডের স্প্লিন্টারের মতোই এ যন্ত্রণা বয়ে চলেছি নিরন্তর
ক্রস চিহ্নের মতো নিজেই নিজেকে হনন করেছি
মেনে নিয়ে তোমার অবৈধ দখলদারিত্ব
প্রণয়ের পাপ চিহ্নে গড়ে তুলেছি যন্ত্রণার প্রাসাদ
যেখানে উপড়ে ফেলা চোখ হয়ে ঝুলে আছে
কতগুলো উন্মুক্ত দরজা জানালা ভেন্টিলেটর
ইচ্ছেগুলো বুকের খাঁচাটায় আজ আর নেই
শুধু আছি ক্লান্তিহীন অব্যক্ত সর্বগ্রাসী
যন্ত্রণাকে সাথী করে, রয়ে যাব আমৃত্যু।

শেয়ার করুন: