আল মাহমুদ স্মরণে।। কাইয়ূম আবদুল্লাহ

কবিতায় তুমিই শুনিয়েছ প্রথম
পরাজয়ের অভয়
ও কবি আল মাহমুদ!
সবখানে ছড়িয়েছো বুদবুদ
স্বপ্নের-সৌন্দর্যের।

মায়ের দেয়া নকশী কাঁথা আঁকা
সুটকেস সাথে নিয়ে মুগ্ধ পথিক এক-
তিতাসের ঢেউয়ে-ঢেউয়ে খুঁজেছো
রমণীর আসল স্বরূপ-
অপরূপ শৈল্পিক শব্দ-সুরের।

কে হে অকৃতজ্ঞ যায় ভুলে?
প্রায় সব পথে হেঁটে
অভিজ্ঞ পরিব্রাজক তুমি
বিরুদ্ধ স্রোত ঠেলে
ইতিহাস লিখে গেছো গল্পে, কাব্যে-ছন্দে।

হেমন্তের সবুজ ফসলি মাঠে
আমাদের রিজিক্ব নাশের
সংগোপন ষড়যন্ত্র করছে ​
যে উঁই পোকার দল;
তোমার পরে কে নেবে তা-
মোকাবেলার দায়িত্ব স্কন্দে?

শেয়ার করুন: