২ দিন প্রধান মেহমান হিসাবে বয়ান পেশ করেন ভোলার কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন ও কওমী ওলামায়ে কেরামের সূর্য সন্তান হযরত মাওলালা হাফেজ নিজাম বিন বাহাউদ্দীন।
৩ দিন প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন ঢাকা থেকে আগত হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী। ৩দিন ব্যাপী এ মাহফিলে আরো বয়ান পেশ করেন – হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের রশিদী, মাওলানা রিয়াজ উদ্দীন আহমদসহ আরো বহু ওলামায়ে কেরাম।