বালাগঞ্জে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ ১২জন প্রার্থীর মনোনয়ন দাখিল

বালাগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জাপার একক প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২ জন প্রার্থী সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তবে তাঁরা দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করছেন না। এখানে জামাত সমর্থিত কেউ মনোনয়নপত্র জমা দেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্ঠা মো. আব্দাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, বিএনপির যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি গোলাম রব্বানী ও জাপা নেতা আব্দুর রহিম।

ভাইস চেয়ারম্যান পদে – উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, জেলা যুবলীগ নেতা মো. সামস্ উদ্দিন সামস্, যুব নেতা শেখ নুরে আলম, সুজিত চন্দ গুপ্ত বাচ্ছু ও ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাক আহমদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে – কুলছুমা বেগম, সুকতি রাণী দাস ও সেবু আক্তার।

এদিকে, মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে একমাত্র জাপার প্রার্থী আব্দুর রহিম সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যান্য সবাই বালাগঞ্জ উপজেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাশ জানান, আজ সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে বালাগঞ্জে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ উপজেলায় আগামী ১৮মার্চ নির্বাচন অনুষ্টিত হবে।

শেয়ার করুন: