অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পাল।
এদিকে ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, বৃত্তি প্রদান কমিটির আহবায়ক নাজমুল হক বাবলু ও সদস্য সচিব জামাল আহমদ খান জানিয়েছেন, চলতি বছর বালাগঞ্জ ওসমানীনগর উপজেলার ৩৭টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ১হাজার শিক্ষার্থীর মধ্যে ৪হাজার টাকা করে প্রায় ৪০লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে।
ট্রাস্টের নেতৃবৃন্দ বৃত্তি প্রদান অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।