বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার সিংহ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
এসময় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত শাহ মুজিবুর রহমান জকন পেয়েছেন (নৌকা) প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম পেয়েছেন (কাপ পিরিচ), ওয়াহিদুজ্জামান চৌধুরী ছুফি পেয়েছেন (দোয়াত কলম), মাওলানা হারুনুর রশীদ (মোটরসাইকেল), হারুন আহমদ পেয়েছেন (ঘোড়া), প্রবাসী মনির আলী নানু পেয়েছেন (ব্যাটারি) ও মাহতাব উদ্দিন পেয়েছেন (আনারস) প্রতীক।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে – জাহিরুল ইসলাম মুরাদ পেয়েছেন (তালা) প্রতীক, বখতিয়ার হোসেন রয়ন পেয়েছেন (চশমা), আব্দুল খালিক রুহিল শাহ পেয়েছেন (বই), শহিদুর রহমান রুমান পেয়েছেন (টিয়াপাখি), মো. সাহাদ মিয়া পেয়েছেন (টিউবওয়েল), মনিরুল ইসলাম টিটু (উড়োজাহাজ) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌস বেগম ইকবাল পেয়েছেন (প্রজাপতি) প্রতীক, জাহানারা বেগম শ্যামা পেয়েছেন (হাঁস) ও সেলিনা ইয়াসমিন পেয়েছেন (ফুটবল)।