বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জ উপজেলা নির্বাচন : চেয়ারম্যান পদে হাতুড়ি প্রতীকে নির্বাচন করছেন আহাদ মিনার



আব্দুল আহাদ মিনার

কমলগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী সময়ের সাহসী সৈনিক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা কমরেড আব্দুল আহাদ মিনার। মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দে তিনি তাঁর দলের হাতুড়ি মার্কা প্রতীক পেয়েছেন।

প্রতীক পাওয়ার পর চেয়ারম্যান পদে প্রার্থী কমরেড আব্দুল আহাদ মিনার নির্বাচনে তাঁর প্রার্থীতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কমলগঞ্জবাসীর সকল উন্নয়ন সহ সকল মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনী সংগ্রামে নেমেছি, তিনি আরো বলেন বিশেষ করে সর্বস্তরের দুর্নীতি প্রতিরোধ ও যুব সমাজকে মাদকের কালো ছোবল থেকে মুক্ত রাখতে। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স থেকে পদক্ষেপ গ্রহণ করতে মাদকের বিরুদ্ধে সকল কার্যকরী গণপ্রতিরোধ গড়ে তুলতে চাই। তিনি তার দলীয় প্রতীক হাতুড়ি মার্কায় ভোট দিয়ে এলাকাবাসীর পক্ষে কাজ করার সুযোগ দেয়ার জন্য অনুরোধ জানান।

তিনি ওপর এক প্রশ্নের জবাবে বলেন, আমি চেয়ারম্যান হিসেবে নয়, উপজেলাবাসীর খাদেম হয়ে কাজ করতে চাই।

পরিশেষে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!